বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হামজার বাবা বললেন, আজ আমার গর্বের দিন

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:৫২ এএম

ছেলের অপেক্ষায় ছিলেন অনেক দিন ধরে। শেষ পর্যন্ত সেই প্রতীক্ষার অবসান হচ্ছে আজ। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে নিজ শেকড়ের মাটিতে একদিন কাটাতে যাচ্ছেন হামজা চৌধুরী। ছেলের এই সফর নিয়ে গত কয়েকদিন ধরে ব্যস্ত সময় কাটিয়েছেন বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী।

সকালে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১০টা ৩০ মিনিটের পরপরই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। ছেলেকে নিয়ে কথা বলার সময় নিজের আবেগ ধরে রাখতে পারলেন না মোর্শেদ দেওয়ান।

প্রশ্ন শুনেই মুহূর্তের জন্য থমকে গেলেন। আবেগজড়িত কণ্ঠে বললেন, 'আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন। খুব ভালো লাগছে।'

এর আগেও হামজা এসেছেন বাংলাদেশে। তবে তখন বাবার হাত ধরে শৈশবের স্মৃতি গড়তে। এবার এসেছেন নিজ ইচ্ছায়, শেকড়ের টানে।

ইচ্ছে করলে সরাসরি ঢাকায় গিয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারতেন। কিন্তু তিনি চাইলেন হবিগঞ্জে যেতে, একদিন কাটাতে নিজের শিকড়ের মাঝে।

এ নিয়ে বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী বলেন, 'ওকে তো ছোটবেলা থেকেই সঙ্গে করে নিয়ে আসতাম। এবার হামজাই চেয়েছিল এখানে একদিন থাকতে। পরে তাবিথ সাহেবও (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) বলেছেন, ঠিক আছে। শেকড়ের টানেই সে গ্রামের বাড়িতে যাচ্ছে।'

হামজার আগমনে হবিগঞ্জে এখন উৎসবের আমেজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, স্থানীয় প্রশাসন ও তার পরিবার নিয়েছে নানা আয়োজনের উদ্যোগ।

গ্রামের বাড়িতে পৌঁছানোর পর সংক্ষিপ্ত সময়ের জন্য সবার সঙ্গে দেখা করবেন তিনি। বাড়ির পাশের একটি স্থানে আধা ঘণ্টার জন্য ভক্ত-সমর্থকদের সঙ্গে কথা বলবেন জাতীয় দলের এই নতুন তারকা।

এরপর কাল ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত