বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ছাদখোলা গাড়িতে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৪ পিএম

সিলেটে নেমেই ছাদখোলা গাড়িতে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে আসা এই ফুটবলারকে বরণ করে নিতে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন শত শত সমর্থক। ব্যানার হাতে, স্লোগানে মুখরিত ভক্তদের সেই উচ্ছ্বাসের জবাব হাসিমুখেই দিলেন হামজা।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজা চৌধুরী। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও।

এর আগে রবিবার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।

সিলেট বিমানবন্দরে নামার পর থেকেই হামজাকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ব্যানার হাতে কেউ দাঁড়িয়ে, কেউ আবার স্লোগানে মুখরিত করেছেন পুরো পরিবেশ। গণমাধ্যমকর্মীদেরও ছিল উপচে পড়া ভিড়। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে এলেও পরিস্থিতি স্বাভাবিক না থাকায় খুব বেশি কিছু বলতে পারেননি তিনি। পরে আবার লাউঞ্জের ভেতরে চলে যান।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজের পৈত্রিক বাড়ি যাবেন হামজা। সেখানে পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে মঙ্গলবার ঢাকা ফিরবেন। এরপর একদিন অনুশীলন করে নামবেন ভারতের বিপক্ষে প্রতীক্ষিত ম্যাচে।

জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই তারকা ফুটবলারকে স্বাগত জানাতে সিলেটে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। তারকা ফুটবলারের উপস্থিতিতে সিলেটের আকাশে যে বাড়তি উত্তেজনার আঁচ, তা ছাদখোলা গাড়িতে করে বিমানবন্দর ছাড়ার দৃশ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত