পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে পাকশী রেলওয়ে স্টেশনের শেষ মাথায় প্রকল্পের ভরাট করা মাটির স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।