মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কুমিল্লায় আইনজীবী সমিতির সাবেক সম্পাদকের ওপর হামলা 

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৮:৪১ পিএম

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে আসলে এ হামলার শিকার হন তিনি।

আইনজীবী সূত্রে জানা যায়, আবু তাহেরের বিরুদ্ধে ৪ কোটি অর্থ আত্মসাতের মামলা হয়। ওই মামলায় তিনি হাইকোর্টের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন আবু তাহের। দুপুরে সরাসরি এজলাসে যাচ্ছিলেন। মাক্স পরে এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাকে দেখে ধাওয়া দেন। এ সময় তিনি দৌড়ে এজলাসে ঢুকে যাওয়ার আগেই আইনজীবীরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারেন। একপর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়েন।

পরে আইনজীবীরা এজলাসের বাইরে অবস্থান করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে সিডব্লিউ মূলে তাকে জেলহাজতে প্রেরণ করেন। তাকে জেল হাজতে প্রেরণের সময় আবার আইনজীবীরা জড়ো হতে থাকেন। বিকাল ৩টার কিছু সময় আগে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়।

হাইকোর্টের নির্দেশে কুমিল্লা আদালতের আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের  ২৬ ডিসেম্বর ৪ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের এবং হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা হয়। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন। সাবেক স্থানীয়  সরকার মন্ত্রী তাজুল ইসলামের আস্থাভাজন ছিলেন এ আইনজীবী।

আরও জানা যায়, লেজার বইয়ে ওভাররাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার সৃজন, লেজার বইয়ের বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে দুই মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে হিসাবরক্ষক কাজী সুমনকে হাতে নিয়ে আত্মসাৎ করেন সর্বমোট ৪ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৭২০ টাকা। এর মধ্যে প্রথম মেয়াদে ২০২২-২৩ অর্থবছরে আত্মসাৎ করেন ৩ কোটির ৩০ লাখ ৩৮ হাজার ১৪৪ টাকা এবং দ্বিতীয় মেয়াদের ২০২৩-২৪ অর্থবছরে আত্মসাৎ করেন ১ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ৭৬ টাকা। আইনজীবী সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে ২০২৪ সালের ৬ নভেম্বর সমিতির সাধারণ সভার প্রস্তাবক্রমে একই বছরের ২৪ নভেম্বর কার্যকরী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত আবু তাহেরের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্য পদ স্থগিত করা হয় এবং একই সঙ্গে হিসাবরক্ষক কাজী সুমনকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত