রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:৩৩ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন নেতাকর্মীরা।

প্রথমে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। পরে একে একে জাতীয় পার্টির পৌর শাখার সভাপতি মহসিন সরকার, উপজেলা যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে ডি এম আলাউদ্দিন বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণ মনে করি আমরাও অপরাধী। তাই আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি।

তিনি বলেন, উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে দেশের সার্থে-দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করব।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত