বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আগামী দিনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি, এরপরও যদি কিছু থাকে সবকিছুর দায়িত্ব তারা নিতে চাচ্ছে। সরকারের আকার ও পরিধি আরও বড় করেছে।’
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আমরা সবাই একটি উদ্দেশে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার তারা কেড়ে নিয়েছিল। এগুলো বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আবার ফিরে পাব। এটা সবার মধ্যে ঐকমত্য ছিল এবং এখনো আছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে, আমরা সেদিকে আর নেই। কেননা মালিকানা, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হচ্ছে।’