শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ময়লার ভাগারে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০১:১০ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে মহেশপুর এলাকায় ময়লার ভাগার থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদরহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে ময়লার ভাগার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে স্তুপকারের আবর্জনায় অর্ধঢাকা কাপড়ে মুখবাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় তারা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুলফিকার আলী ভুট্টো। তিনি বলেন, নিহত ব্যক্তি সম্ভাব্য পাগল ছিল। সড়কের ঘেঁষে আবর্জনার পাশে শুয়ে ছিল। কোনো গাড়ি তার মাথার ওপর দিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এছাড়া লাশের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত