ভারতের বিপক্ষে এশিয়ান বাছাইপর্বের ম্যাচের আগে হুট করেই জানা গেল, ফাহমিদুল ইসলাম সৌদি আরবে ক্যাম্প শেষ করে দেশে ফেরেননি। জানা যায়, বয়স কম হওয়ায় তিনি এখনো হাভিয়ের কাবরেরার মন জয় করতে পারেননি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কাবরেরা স্বয়ং।
ফাহমিদুল ছিলেন কাবরেরার আবিস্কার। তার চাওয়াতেই ১৮ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে সৌদি ক্যাম্পে রাখা হয়েছিল। দেশে ফিরে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’
তিনি আরও বলেছেন, ‘দলের সবার সঙ্গে সৌদির অনুশীলনটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। তবে এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’
উল্লেখ্য, ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটির জন্য এখন পর্যন্ত বাফুফে চূড়ান্ত দল ঘোষণা করেনি।