বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কিডনি জটিলতায় জবি শিক্ষার্থীর মৃত্যু 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান সীমান্ত। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমাইয়া ফারাহ খান বলেন, ‘সে খুবই মেধাবী ছাত্র ছিলো। আমরা যতটুকু জেনেছি দুই দিন আগে পেটে ব্যাথা নিয়ে হাসাপাতালে ভর্তি হয়। গতকাল ওর একটা সাজার্রি করার কথা ছিলো। ওদের পরিবার ঢাকাতেই থাকে। বিভাগের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্তের দাফন কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।’

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও তার শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত