বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দাউদকান্দিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে বেদে সম্পদায়ের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সুমন মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গৌরীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন বঙ্গমার্কেট এলাকার একটি গোডাউনের ভিতর ভুক্তভোগী শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় অভিযুক্ত সুমন। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুটির  চিৎকারে  আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে কৌশলে পালিয়ে যায় সুমন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী  জানান,  ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত