যুক্তরাষ্ট্রে প্রায় ২৫ হাজার নতুন সরকারি কর্মীকে তাদের চাকরিতে আপাতত পুনর্বহাল করছে ট্রাম্প প্রশাসন। এসব কর্মীকে ছাঁটাই প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে, আদালতের এমন রায়ের পর এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের আকার কমাতে ব্যাপক কর্মী ছাঁটাই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও, এবার আদালতে দাখিল করা নথিপত্রে প্রথমবারের মতো পুরো বিষয়টি স্বীকার করেছে সরকার।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার মেরিল্যান্ডের বাল্টিমোর ফেডারেল আদালতে দাখিল করা নথিতে ১৮টি সরকারি সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্বহাল হওয়া এসব কর্মীকে আপাতত প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ, স্বাস্থ্য ও জনসেবা বিভাগ, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, সাধারণ সেবা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার কর্মীরা ইতিমধ্যে মেইলে পুনর্বহালের নোটিস পেয়েছেন। তবে আপাতত তাদের বেতনসহ প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। নথিতে দেওয়া হিসাব অনুযায়ী, অর্থ মন্ত্রণালয় প্রায় ৭ হাজার ৬০০ জনকে চাকরিচ্যুত করেছে, কৃষি মন্ত্রণালয় ছাঁটাই করেছে ৫ হাজার ৭০০ জনকে, স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়েছে ৩ হাজার ২০০ জনের বেশি।
ট্রাম্প প্রশাসনের গণহারে ছাঁটাই কর্মসূচি নিয়ে গত ১৩ মার্চ মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট বিচারক জেমস ব্রেডার এক রায়ে বলেন, শিক্ষানবিশ কর্মীদের ছাঁটাই করায় আইনের লঙ্ঘন হয়েছে। তাদের যত দ্রুত সম্ভব পুনর্বহাল করার আদেশ দেন তিনি। তবে ওই রায়ে ছাঁটাইয়ের বিরুদ্ধে অবস্থান নেননি বিচারক ব্রেডার। বরং ছাঁটাইয়ের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেছিলেন, ব্যাপক ছাঁটাই প্রক্রিয়ার কিছু রীতিনীতি আছে। প্রশাসনের সেগুলো মেনে চলা উচিত ছিল। ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক স্বীকারোক্তির পর ব্রেডার বলেছেন, আদালতের রায় অনুসরণ করতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ট্রাম্প প্রশাসন। কর্মীদের পুনর্বহালের বিষয়ে তাকে নিয়মিত অবগত রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আদেশ দিয়েছেন তিনি। ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন ১৯টি রাজ্য ও ওয়াশিংটন ডিসির করা এক মামলার পরিপ্রেক্ষিতে ব্রেডার বরখাস্ত কর্মীদের পুনর্বহালের রায় দিয়েছিলেন।