বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:৫১ এএম

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ছাড়া বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স আ্যন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। চিঠিতে ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল থেকে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরুর কথা জানানো হয়েছে।

নাজমুল হক বলেন, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ অথবা এর পরদিন ঈদুল ফিতর উদযাপিত হবে। যথাযথভাবে সেই উৎসব পালনের লক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ মার্চ থেকে শুরু করে ৫ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সংগঠনের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল রবিবার থেকে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলেও সরকারি ছুটি ছাড়া হিলি স্থলবন্দরের অভ্যন্তরের সব ধরনের কার্যক্রম ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের চলাচলের ক্ষেত্রে কাস্টমসের একটি বিভা

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত