রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ল্যাবএইডের চতুর্থ বর্ষপূর্তিতে বিশেষ ইফতার

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:০৯ এএম

পবিত্র রমজান মাসের এক সন্ধ্যায়, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার তাদের সাফল্যের চতুর্থ বছর উদযাপন করেছে। এই বিশেষ দিনে হাসপাতাল প্রাঙ্গণে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ঢাকার অভ্যন্তরীণ সেরা ক্যানসার হাসপাতাল হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। এই চার বছরে, হাসপাতালটি কেবল অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করেনি, বরং সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্যানসার চিকিৎসা প্রদানের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। ইফতার মাহফিলের এই মিলনমেলায়, সকলে হাসপাতালের চার বছরের পথচলার বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামী দিনে আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। রমজান মাসের পবিত্রতা ও তাৎপর্য এই উদযাপনকে আরও মহিমান্বিত করে তোলে, যা প্রতিষ্ঠানের মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতাকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। এই বিশেষ অনুষ্ঠানে তিনি হাসপাতালের বিগত চার বছরের কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত