মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পাকিস্তান দলের সবাই আফ্রিদি হতে চায়: শহিদ আফ্রিদি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:০২ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ‘নতুন শুরু’র কথা বলে নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেই চলছে পাকিস্তান। যথারীতি চলছে সমালোচনা। সেই ২০২৩ সাল থেকে দলটি পরপর তিনটি আইসিসি ইভেন্টে ব্যর্থ হয়েছে। বাবর আজমদের এই পারফর্মেন্স নিয়ে ভীষণ বিরক্ত শহিদ আফ্রিদি।

পাকিস্তানি ব্যাটারদের বিরুদ্ধে পুরনো অভিযোগ- তারা নাকি দলের স্বার্থে দেখে না। ব্যক্তিগত অর্জনের জন্য অনেকে আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে আউট হয় বলে অভিযোগ আছে। আবার রিজওয়ান, বাবর আজমরা গুরুত্বপূর্ণ সময়ে ধীরগতির ব্যাটিং করে দলকে বিপদে ফেলছেন। এ নিয়ে আফ্রিদি বলেন, ‘সবাই চায় শাহিদ আফ্রিদির মতো ব্যাটিং করতে, কিন্তু বুঝতে হবে যে সব ম্যাচে ২০০ রান ওঠে না।’

মারকুটে ব্যাটার হিসেবে খ্যাতি ছিল আফ্রিদির। ‘ডাক’ মারার বদনামও আছে তার। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতার প্রসঙ্গ টেনে নির্বাচকদেরও একহাত নিয়েছেন আফ্রিদি, ‘প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ছেলেদের পাঠানো হয়েছে। যেখানে স্পিনার খেলানোর দরকার ছিল, সেখানে দলে পর্যাপ্ত স্পিনার রাখা হয়নি। আবার যখন পেসার দরকার, তখন অতিরিক্ত স্পিনার দেখা গেছে।’

মোহাম্মদ হাসনাইন, উসমান খানদের দীর্ঘদিন বসিয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই তারকা, ‘এই ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই বেঞ্চ গরম করে যাচ্ছে, অথচ তাদের সুযোগই দেওয়া হচ্ছে না। যদি সুযোগই না দেওয়া হয়, তাহলে তাদের স্কোয়াডে রেখে কী লাভ? পিসিবির একজন স্থায়ী চেয়ারম্যান চাই। বাবর আজম এত সুযোগ পেল, তাহলে রিজওয়ান কেন অধিনায়ক হিসেবে মাত্র ছয় মাস সময় পাবে?’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত