অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ১৬তম একাডেমিক কাউন্সিল সভা সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি মহোদয় সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতেই সম্মানীত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে সুস্থ রেখে দেশের উচ্চ শিক্ষা ও গবেষনার অগ্রযাত্রায় অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী ছাত্র-জনতার, যারা দেশের মুক্তি ও কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন। যারা আহত হয়েছেন তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, প্রযুক্তির অগ্রযাত্রা প্রতিনিয়ত নতুন দিগন্ত উন্মোচন করছে। তাই শিক্ষা ব্যবস্থাকেও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।’
তিনি উল্লেখ করেন একাডেমিক কাউন্সিলের প্রতিটি সিদ্ধান্ত সুপরিকল্পিত, সময়োপযোগী এবং শিক্ষার উৎকর্ষতার প্রতি দায়বদ্ধ। তিনি আশা ব্যক্ত করেন এ সমস্ত সিদ্ধান্তের মাধ্যমে এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি হবে, যেখানে জ্ঞান হবে মুক্ত, গবেষণা হবে সৃষ্টিশীল, এবং শিক্ষার্থীরা পাবে তাদের সম্ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছার সুযোগ। অতঃপর তিনি গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১৫তম একাডেমিক কাউন্সিল সভার পর হতে অদ্যাবধি কৃত কার্যাবলীর একটি সারসংক্ষেপ উপস্থিত সকলের জ্ঞাতার্থে উপস্থাপন করেন।
এ সময় তিনি আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি (AAS) কর্তৃক আয়োজিত CanSat Competition 2025-এ এএইউবি টিম আবাবিল কর্তৃক ৯৮.২% স্কোর করে তৃতীয় পর্বে পদার্পন, Impulse 1.0 অ্যারোস্পেস কার্নিভাল-২০২৪ আয়োজন, মাননীয় বিমান বাহিনী প্রধানের ঢাকা ক্যাম্পাস পরিদর্শন, মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসির চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ, ১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত করন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ICAO Asia Pacific Safety Management Seminar 2025-এ অংশগ্রহন, শিক্ষার্থীদের বাস্তব পরিবেশে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের জন্য বিমান বাহিনীর ০২টি এবং বেবিচক হতে ০১টি বিমান লালমনিরহাট ক্যাম্পাসে প্রেরণ, ইউজিসি টিম কর্তৃক লালমনিরহাট ক্যাম্পাসের আইকিউএসি সেলের কার্যক্রম পরিদর্শন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবিত ড্রোনের সফল উড্ডয়ন পরিচালনা, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ বেশকিছু উল্লেখযোগ্য কর্মকান্ডের বিষয়ে উপস্থিত সদস্যবৃন্দকে অবহিত করেন। এরপর সভার সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গ্রহণ করা হয়।