বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

৫ বছর পর ঈদ বোনাস পাচ্ছেন কর্মচারীরা

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:৩০ এএম

প্রায় ৫ বছর পর উৎসবভাতা পেতে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার নগর ভবনে পরিচালনা কমিটির ৫ম করপোরেশন সভায় শ্রমিকদের পুনরায় উৎসবভাতা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটির ২৫ সদস্য সভায় অংশগ্রহণ করেন।

সভা সূত্রে জানা গেছে, ডিএসসিসির সব দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের উৎসবভাতা মুসলিম সম্প্রদায়ের জন্য প্রতি ঈদে ২ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বছরে ৪ হাজার টাকার পরিবর্তে ৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

ডিএসসিসি সূত্র বলছে, সংস্থাটির দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ঈদ, পূজাসহ গুরুত্বপূর্ণ উৎসবে ভাতা দেওয়া হতো। কিন্তু আওয়ামী লীগের আমলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর আইনের দোহাই দিয়ে তা বন্ধ করে দেন। অন্তর্বর্তী সরকারের সময়ে এসে তাদের উৎসবভাতা চালু হওয়ায় প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কর্মচারীরা।

সমাপনী বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও ঢাদসিকের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন ‘নিয়মিত পরিচালনা কমিটির সভায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে নাগরিক সেবা প্রদান কার্যক্রমে গতিশীলতা এসেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত