কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের বাগুন উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি মোক্তরপুর ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলার আহ্বায়ক ও সাবেক এমপি ফজলুল হক মিলন।
তিনি বলেন, অসংখ্যা ত্যাগের বিনিময়ে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার আমাদের উপর অমানসিক নির্যাতন করেছে। ১৭ বছরে আমি ১০ বার বিনা অপরাধে জেল খেটেছি। আমাদের কর্মীরা পুলিশে হয়রানি, জেল-জুলুম অত্যাচার সহ্য করেছে। আজ আমরা মুক্তভাবে কাজ করতে পারছি। ইফতার মাহফিল করতে পারছি। তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।
তিনি বলেন, খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি। আমাদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি যেন রাজনৈতিক সম্পর্ক নষ্ট না করতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যাদের সাথে দীর্ঘদিন সরকার বিরোধী আন্দোলন করে এসেছি তারা ছোট্ট একটা বিষয়কে বড় করে ফেলে। মীমাংসার দিকে না গিয়ে রাজনৈতিক ফায়দার জন্য রাত ৩টার সময় মামলা করেছে। এরকম কোন কর্মকাণ্ড উচিত নয়।
পরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী নুর। অপরদিকে বক্তারপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মাজু খান বাজার মোড়ে বিএনপি'র একটি অফিস উদ্বোধন করে বক্তব্য রাখেন ফজলুল হক মিলনসহ জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।