বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচে এক পয়েন্ট পেলেই অফিসিয়ালি আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে রক্ষণে মনোযোগী হওয়ার কথা বলেছেন ব্রাজিলের অভিজ্ঞ লেফট ব্যাক গিলের্মো আরানা।
হাইভোল্টেজ এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি এবং নেইমার। দুই সুপারস্টারই চোটে আক্রান্ত। তবে নিজেদের মাঠে দর্শকদের বিপুল সমর্থন পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠতে পারেন হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমেওনেরা। অন্যদিকে ভিনিসিয়ুস, রাফিনহারাও ছাড় দেবেন না। তাই আরানা এখন দুই দলের দ্বৈরথে নতুন এক অধ্যায় সংযোজনের অপেক্ষায়।
শনিবার এক সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী আরানা বলেন, ‘এ এক দুর্দান্ত দ্বৈরথ। দুই দলেই দারুণ সব খেলোয়াড় আছে, তারা জয়ের জন্য লড়াই করে। তবে আমাদের ফলাফল প্রয়োজন। আমরা রক্ষণে ভালো করা এবং ভালো ফুটবল খেলে জয় নিয়ে ফেরার ভাবনা নিয়ে যাব। এ এক ভিন্ন আবহ। তবে আমি বিশ্বাস করি, আমাদের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে আগেও গেছে।’
বিশ্বকাপ বাছাইপর্বে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন তিনে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। কঠিন প্রতিপক্ষকে ঠেকাতে তাই মনোযোগী হতে বললেন আরানা, ‘আমরা জানি যে, আর্জেন্টিনা দারুণ একটি সময় কাটাচ্ছে। তবে আমাদেরও মানসম্পন্ন পেশাদার খেলোয়াড় আছে। ওদের কিছু ভিডিও দেখেছি এবং ওদের খেলোয়াড়দের যে মান তাতে আমাদের সবার খুব মনোযোগী থাকতে হবে এবং আর্জেন্টিনার আক্রমণভাগকে অকার্যকর করে রাখতে হলে ভালো অবস্থায় থাকতে হবে।’