বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঈদের আগে শিবচরে আগুনে পুড়ল ৫ ঘর, ক্ষতি ১৫ লাখ

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৬:৩৭ পিএম

মাদারীপুরের শিবচর আগুনে পুড়ে একটি বাড়িতে ৫টি ঘর পুড়ে গেছে। এ সময় নগদ অর্থ, ফসল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়ন সুম্ভক এলাকায় জহির উদ্দিন আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আকনের বাড়িতে থাকা তার বৃদ্ধ চাচাতো বোন রান্না করতেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি চুলায় আগুন রেখে ঘরে গেলে আগুন রান্নাঘর ছড়িয়ে অন্য ঘরে লেগে যায়। পরে স্থানীয়রা শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষণে আগুনে বাড়ির ২টি বসত ঘর, ৩টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী জহির উদ্দিন আকন বলেন, আগুনে আমাদের ৫টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। আমরা অসহায় মানুষ। ঘরে ২ লাখ টাকা ছিল, পাট ছিল, আর জিনিসপত্র ছিল। সব পুড়ে গেছে। আমার প্রতিবন্ধী ছেলের ঘরটিও পুড়ে গেছে। এখন আমাদের কী হবে?

শিবচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে সেখানে যাই। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এতে ৫টি ঘর পুড়ে যায়। আরও দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে থাকা জিনিসপত্রও পুড়ে গেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত