রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রীসহ ৩ জন দগ্ধ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:৫৭ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার ভোরে ফতুল্লার তল্লা বড় মসজিদসংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গৃহকর্তা দিনমজুর হারুন উর রশিদ (৬০), তার স্ত্রী গৃহিণী রুনা আক্তার (৪০) এবং তাদের সন্তান মিম (১৭)।

আহত গৃহকর্তা হারুন বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে আমার স্ত্রী সাহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যায়। এরপরেই রান্নাঘরে বিকট বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে দেখি, আমার স্ত্রীর সারা শরীরে আগুন জ¦লছে। পাশের জিনিসপত্রেও আগুন জ¦লছে। তখন আমি ও আমার মেয়ে হাত দিয়ে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় আমাদের হাতও আগুনে পুড়ে যায়। পরে আশপাশের লোকজন আমাদের তিনজনকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে।’

তিনি আরও জানান, টিনের ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন তার স্ত্রী। হয়তো গ্যাসলাইনে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমেছিল। অটোগ্যাসের চুলা চালু করতেই জমে থাকা সেই গ্যাসে বিস্ফোরণ ঘটেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত