শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জুলাই আন্দোলনে নিহত পরিবারের পাশে তারেক রহমান

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৬:০০ এএম

মুন্সীগঞ্জে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দলীয় ৭ নেতাকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঈদের সামনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার টাকা।

গতকাল বেলা ১১টার দিকে জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার উপজেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের পক্ষে আওয়ামী লীগ আমলে বিভিন্ন আন্দোলনে নিহত পঞ্চসার ইউনিয়নের চম্পাতলা গ্রামের বিএনপির কর্মী হাদিস আলী, মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার পৌর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাওন ও একই এলাকার যুবদল কর্মী আকবর হোসেনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার নগদ টাকা তুলে দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত