বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। তাই ভয়ভীতি উপেক্ষা করে সত্য এবং ন্যায়ের পক্ষে উচ্চকণ্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা। দেশের মধ্যে থেকে কারা ষড়যন্ত্র করে এবং দেশের বাইরে থেকেও কারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে কারা পেছনে নিয়ে যেতে চায় সেই সব কুশীলবদের নাম গণমাধ্যমে তুলে ধরুন, জাতিকে জানান।’
গতকাল রবিবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটোসাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আব্বাস এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। আমি বলেছি এই সরকার যে সংস্কার লিখে দেবে, আমরা সেগুলো কারেকশন করব, রাজনৈতিক দলগুলো মিলে ঐকমত্যে আসব। তারপরেই আমরা সেটাকে মানব। এটাকে বিকৃত করে ওরা লিখেছে আমি নাকি কিছুই মানি না। আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারব না, এটা হতে পারে না।’