খেলার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল খান। তার অসুস্থতার খবরে স্থগিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। আজ দুপুর ১২টায় যা শুরু হওয়ার কথা ছিল।
বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। পরে তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ব্লক পাওয়া গেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম টিটু দেশ রূপান্তরকে বলেছেন, ‘আপাতত তিনি চিকিৎসকদের তত্ববধানে রয়েছেন।’
এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, তামিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।