মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম ও সিপাহীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড ও জেলা মৎস অফিস। সোমবার মধ্যরাত থেকে সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হাসানুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা স্টেশন ও জেলা মৎস্য অফিস এ অভিযান চালায়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমান জানান, মিরকাদিম ও সিপাহীপাড়া এলাকার কারেন্ট জাল তৈরির ৩ টি কারখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিলে অভিযান চালান তারা। এসময় ওই সব কারখানা, গোডাউন ও মিলের ভেতর তল্লাশি চালিয়ে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল ও জাল তৈরিতে ব্যবহৃত ৪০ হাজার পিস সুতার রিল জব্দ করতে সক্ষম হন।
জব্দ করা কারেন্ট জাল ও সুতার রিলের দাম প্রায় ১৭৩ কোটি টাকা। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।