বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:২৫ এএম

নির্বাচন কমিশনে তিনটি ভিন্ন বিষয়ে আবেদন জমা পড়েছে, যা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ‘আওয়ামী লিগ’ নামে নতুন দল গঠনের আবেদন করেছেন উজ্জল রায়, আবেদনে তিনি নৌকা অথবা ইলিশ প্রতীক চেয়েছেন। অন্যদিকে, জাতীয় পার্টির নেতৃত্ব পরিবর্তনের দাবিতে ফের ইসিতে আবেদন করেছেন রওশন এরশাদপন্থিরা। এ ছাড়া, জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম এনসিপি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা সব আবেদন আইন অনুযায়ী যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। গত সোমবার ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। প্রতীক হিসেবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ। আবেদনপত্রে দলের কার্যালয় দেখানো হয়েছে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আবেদনপত্রের তথ্যানুযায়ী দলটি গঠন হয়েছে গত সোমবার (২৪ মার্চ ২০২৫) এবং দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে । নিবন্ধন আবেদনের ৭ (ক) ঘরে- দলীয় প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের নাম জানতে চাওয়া হয়েছে। সেখানে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করা হয়নি।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বাংলাদেশ সিটিজেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির। চিঠি তিনি বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় নাগরিক পাটি’  নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। সম্প্রতি পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত