রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বুয়েটের সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:৩১ এএম

টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটার হ্যারিয়ার মডেলের একটি গাড়ি নিয়ে চম্পট দেন এক যুবক। গাড়িতে থাকা বিপণনকেন্দ্রের প্রতিনিধির মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করা হয়। গত ৮ মার্চ রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচ থেকে গাড়িটি ছিনতাইয়ের পর গত সোমবার গভীর রাতে গুলশান থেকে সেটি উদ্ধার করে পুলিশ। সে সময় গাড়ি নিয়ে চম্পট দেওয়া ওই যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। তিনি বুয়েটের সাবেক শিক্ষার্থী। তার কাছ থেকে ওই গাড়ি, একটি ম্যাগাজিনসহ পাঁচ রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন শোরুমের মালিকদের সঙ্গে কথা বলে এভাবে তিনি গাড়ি নিয়ে যান। পরে মালিকদের কাছে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত