শিলংয়ে মঙ্গল রজনীতে এক হামজা চৌধুরীর ছোঁয়ায় বদলে গিয়ে বাংলাদেশ ভারতকে হতভম্ব করে দিয়েছে। প্রথমার্ধে তো কমপক্ষে তিনটি গোল পেতেই পারত হাভিয়ের কাবরেরার দল। কোচের মতে, হামজার প্রভাবেই বদলে যাওয়া বাংলাদেশ সুনীল ছেত্রীর ভারতকে সর্বজয়ী হতে দেয়নি।
হামজার প্রশংসায় পঞ্চমুখ কোচ কাবরেরা, ‘সে কেবল একজন খেলোয়াড়ই নয়, আমি বলব সে একজন টিম প্লেয়ার এবং একজন মানুষ হিসেবে সে দলের বাকিদের আত্মবিশ্বাস জুগিয়েছে। বল হারালে তা কেড়ে নেওয়ার সামর্থ্য দিয়ে, দারুণ সব পাস দিয়ে, সহজ বল না হারানোর মানসিকতা সে বাকি সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল এবং ডাগআউটে দাঁড়িয়ে হামজার খেলা দেখে এটা বলতে পারি যে, তার প্রভাব ছিল ভীষণ রকমের।’
আগামী ১৮ নভেম্বর ফিরতি ম্যাচে ভারতকে হারানোর লক্ষ্য কাবরেরার। তবে তার আগে নিজেদের আঙিনায় জুনে সিঙ্গাপুরকে বোঝাতে হবে হামজার এই বাংলাদেশ কতটা শক্তিশালী। কাবরেরার কথায়, ‘দলে হামজা যোগ দেওয়ার আগেই আমরা হোমে শক্তিশালী। আজ (গতকাল) যেভাবে সে খেলল, যে মানসিকতা দেখাল, আমাদের সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচে জয়ের লক্ষ্যই থাকা উচিত।’