লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের এক মুখপাত্র দাবি করেছেন, তাদের যোদ্ধারা রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানেও হামলা করেছেন। এ ছাড়া তেল আবিবে ইসরায়েলের একাধিক সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবিও করেছে হুতিরা। ওই মুখপাত্র বলেছেন, হুতিরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়া অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বৃদ্ধির মাধ্যমেই দেওয়া হবে।
হুতির মুখপাত্র আরও বলেন, হুতিরা ইয়েমেনের কৌশলগত জলসীমায় ইসরায়েলি নৌযান চলাচলে বাধা সৃষ্টি অব্যাহত রাখবে। যত দিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া না হবে, ততদিন পর্যন্ত হুতিরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। চলতি মাসের মাঝামাঝি থেকে হুতিদের নিশানা করে ইয়েমেনে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।