ঈদের দিনে দুই বন্ধু বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছে।
হঠাৎ এক বন্ধু বলল, ইস, যদি অন্তত ঈদের জন্য হলেও গরু হয়ে যেতাম, তাহলে কী ভালোই না হতো!
অপর বন্ধু অবাক হয়ে বলল, কী বলিস? গরু হবি কেন?
প্রথম বন্ধু বলল, তাহলে ঈদে বেশি দাওয়াত খেতে পারতাম। জানিস না, গরু সারাদিন গিলে ফেলে আর রাতে জাবর কাটে। আর তার পেট অনেক বড়।
দ্বিতীয় বন্ধু বলল, যাক, ভালোই হয়েছে গরু হয়ে জন্মাসনি!
প্রথম বন্ধু বলল, কেন, হলে কী হতো?
দ্বিতীয় বন্ধু বলল, রোজার ঈদে না হয় তুই গরু হয়ে অনেক দাওয়াত খেলি, কিন্তু কোরবানি ঈদে? দেখা গেল কোরবানি ঈদে তোকেই কোরবানি দিয়ে দিল আর অন্যরা দাওয়াত খেল!
ঈদের জামা বড় হয়ে যাওয়ায় পিংকির খুব মন খারাপ।
মা তাকে সান্ত¡না দিতে গিয়ে বললেন, একটু বড় হওয়া ভালো। সামনের বছরও পরতে পারবে!
পিংকি রাগ করে বলল, সামনের বছর পরতে পারলেই বুঝি সবকিছু ভালো হয়ে যায়?
মা বললেন, বা রে, ভালো হবে না কেন?
পিংকি বলল, বেশ তো, এবার তাহলে আমি পরীক্ষায় ফেল করব। তাহলে এবারের বইগুলো সামনের বছর আবার পড়তে পারব তাহলে। খুব ভালো হবে, তাই না?
গ্রন্থনা : এজাজ পারভেজ