ঈদ এলো রে! ঈদ এলো রে? ঈদ সহজে আসে?
ঈদের আলাপ উঠলে চাঁদে ঘুমের ভেতর হাসে।
মটকা মেরে পড়ে থাকে, চোখ খোলে না মোটে
বাচ্চাগুলো খুঁজতে তাকে দৌড়ে ছাদে ওঠে!
নতুন জামা নতুন জুতা সব হয়েছে কেনা
চাঁদ না ওঠায় বাচ্চাগুলোর ঈদই তো হচ্ছে না!
খুব সহজে উঠবে না চাঁদ যাচ্ছে যখন বোঝা
লাগবে তখন ঘুম ভাঙানোর উপায়-টুপায় খোঁজা!
ঘুম ভাঙাতে চাঁদের পায়ে কে দেবে সুড়সুড়ি?
থাকার ভেতর আছে কেবল একলা চাঁদের বুড়ি!
তাগাদা দেয় চাঁদের বুড়ি, ওঠ রে হতচ্ছাড়া!
দুষ্ট ঈদের চাঁদকে নিয়ে আর গেল না পারা!
সুড়সুড়ি দেয় পায়ের তলায়, কান দুটো দেয় টেনে
চাঁদের বুড়ির ঘ্যানঘ্যানানি থামবে না তা জেনে
বিরক্তিতে হাই তুলে আর ধুত্তুরি ছাই বলে
দুষ্ট ঈদের চাঁদটা শেষে একটুকু চোখ খোলে!
অল্প খোলা চোখকে দেখি একটু চাঁদের ফালি
তাতেই ছাদের বাচ্চাগুলোর চিৎকার ও হাততালি!
চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে! ঈদ আগামীকালই!