বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

সিলেটে হতে পারে দুই দিনের প্রস্তুতি ম্যাচ, ভাবনায় ম্যাচ সিনারিও

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

লাল বলের ক্রিকেটে ফিরতে লম্বা এক বিরতি। ৬ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। তার আগে ১০ দিনের প্রস্তুতির সুযোগ পাচ্ছে দল। প্রস্তুতির সময়টা দারুণ কাজে লাগাতে চান মেহেদি হাসান মিরাজ। বিসিবির ভাবনায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ বা ম্যাচ সিনারিও হতে পারে বলেও জানালেন মিরাজ।

আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা টেস্টের আগে ১০ দিনের সময় পাবো। ওই সময়ে নিজেদের লাল বলের জন্য প্রস্তুত করব। সম্ভবত সিলেটে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে পারি। টিম ম্যানেজমেন্ট যদি চায়, হয়তো ম্যাচ সিনারিওতে খেলতেও পারি। আমার মনে হয়, এই ১০ দিন যথেষ্ট আমাদের জন্য।’

এদিন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দারুণ এক ইনিংস খেলেছেন মিরাজ। শামীম হোসেন পাটোয়ারীর ৮৯ রানের ওপর ভর করে প্রাইম ব্যাংক ১৭৪ রানে অলআউট হওয়ার পর লক্ষ্য তাড়ায় দ্রুত ৪ উইকেট হারায় মোহামেডান। কঠিন সেই সময়টায় অধিনায়ক তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিরাজ। পঞ্চম উইকেটে এই দুইজন গড়েন বড় জুটি। ৫৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৭ রান করেন মিরাজ। সমান সংখ্যক বল খেলে হৃদয় করেন ৫৭ রান। ম্যাচটি শেষ পর্যন্ত মোহামেডান জিতে নেয় ৫ উইকেটে।

ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা নিয়ে বলেন মিরাজ, ‘এরকম টাফ সিচুয়েশনের ম্যাচ অনেক আসবে। এখান থেকে যদি শিখতে পারি, অনেক কাজে দেবে। প্রতিটি ক্রিকেটারের জন্য এই অভিজ্ঞতা দরকার।’

সিরিজ সামনে রেখে তরুণ ক্রিকেটারদের নিয়ে আশাবাদী মিরাজ। মনে করেন, বড় দলের বিপক্ষেই হোক কিংবা ছোট দলের, আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করলেই সেটা মূল্যায়িত হয়। পাশাপাশি নতুনদের জন্য দায়িত্ব নেওয়ার সময় এসেছে বলেও মনে করেন তিনি।

অভিষেকের পরেই আলোচনায় আসা মাহিদুল ইসলাম অঙ্কনের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সে গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছে। একটা ম্যাচে রান না পেলে সেটা বিচার হওয়া উচিত নয়। সুযোগ পেলে অঙ্কন আরও ভালো খেলবে, আমি বিশ্বাস করি।’

ঘরোয়া টুর্নামেন্ট ও আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য নিয়েও কথা বলেন মিরাজ। জানান, এখন যারা দায়িত্বে আছেন, ভবিষ্যতে তারা নিশ্চয়ই সময়মতো বিষয়টি নিয়ে ভাববেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত