চট্টগ্রামের চন্দনাইশে দু’পক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন গুরা মিয়া (২২)। শনিবার রাত ১টার সময় উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সাংগু ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরা মিয়া কক্সবাজার জেলা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আবু ছৈয়দের পুত্র।
জানা যায়, প্রতিদিন রাতে সাংগু ব্রিজ ও দক্ষিণ পাড়ায় ব্রিজের নিচে রোহিঙ্গা কলোনীতে নিয়মিত জুয়ার আসর, মদ, ইয়াবার আসর বসে। প্রতি দিনের ন্যায় শনিবার রাতেও এসব আসর বসেছিল। জমজমাট ছিল জুয়ার আসর। গভীর রাতে জুয়ার আসরে টাকার ভাগ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এসব দেখার জন্য দু’পাড়ে গভীর রাতে উৎসুক জনতা ভীড় জমায়। ঘটনার সময় দোহাজারী সাংগু পাড়ের শ্রমিক গুরা মিয়া সংঘর্ষ দেখতে অন্যদের সাথে যায়।
গুরা মিয়া ৮/৯ মাস পূর্বে কাজের খোজে দোহাজারীতে আসে। প্রত্যেক্ষদশীর্দের ধারণা এক পর্যায়ে সবার অজান্তে দু’পক্ষের দৌড়াদৌড়িতে গুরা মিয়া ব্রিজ থেকে পানিতে লাফ দেয়। শনিবার ২.৩০ ঘটিকার সময় স্থানীয়রা নদীতে গোসল করতে গিয়ে গুরা মিয়ার লাশটি ভাসতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) মো. নুরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠাবেন বলে জানিয়েছেন।