বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

অজেয় বায়ার্নকে মাটিতে নামাল ইন্টার মিলান

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পিএম

ইন্টার মিলানের কাছে হেরে নিজেদের মাঠে ২২ ম্যাচের অজেয় যাত্রা থামল বায়ার্ন মিউনিখের। ইউরোপ সেরার আসরে সবশেষ ২০২১ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল তারা। মঙ্গলবার রাতে ইন্টার মিলানের কাছে তারা হেরেছে ২-১ ব্যবধানে। এর মাধ্যমেই শেষ হলো ঘরের মাঠে বায়ার্নের ১৭ জয় ৫ ড্রয়ের অপ্রতিরোধ্য যাত্রা।

আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের প্রথমার্ধে ৭ শটের চারটি লক্ষ্যে রাখে বায়ার্ন। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। ৩৮ তমি মিনিটে বাস্তোনির আড়াআড়ি ক্রস বক্সে পেয়ে বল জালে পাঠাতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইন্টার।

দ্বিতীয়ার্ধে অবশ্য বায়ার্নের পারফর্মেন্স ছিল হতাশাজনক। তাই শেষ ১৫ মিনিটের জন্য একসাথে তিনটি পরিবর্তন আনেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। আক্রমণভাগে বিবর্ণ লেরয় সানেকে তুলে নামান অভিজ্ঞ টমাস মুলারকে। অবশেষে ৮৫তম মিনিটে বাইলাইনের একটু উপর থেকে কোনার্ড লাইমারের বাড়ানো বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন মুলার। বায়ার্নের হয়ে বিদায়ী এই ফরোয়ার্ডের গোল হলো ২৪৮টি।

তিন মিনিট পরই বায়ার্নকে স্তব্দ করে দেন দাভিদে ফ্রাত্তেসি। কার্সেলোন অগাস্তুর আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে নিখুঁত শটে গোল করেন এই ইতালিয়ান। সেমি-ফাইনালে এক পা এগিয়ে যাওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগে ইন্টারের মাঠে খেলবে দুই দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত