নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের আগের ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের টার্গেটে নেমে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত দল জিতেছিল ২ উইকেটে। আজ স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ তুলেছে ৬ উইকেটে ২৭৬ রান।
নারী ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এই টুর্নামেন্টেই থাইল্যান্ডের বিপক্ষে করা ২৭১ ছিল আগের সর্বোচ্চ স্কোর। আজ বাংলাদেশের তিন ব্যাটসম্যান করেছেন ফিফটি। ফারজানা হক ও শারমিন আক্তার দুজনে খেলেছেন ৫৭ রানের ইনিংস। ফর্মে থাকা নিগার সুলতানা জ্যোতি ৮৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ অধিনায়ক জ্যোতি এবার টুর্নামেন্টে তিন ম্যাচই ফিফটি বা তার বেশি রান করলেন। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১০১ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ৫১ রান। এবার ৮৩ করেন ৫৯ বলে। তার ইনিংসে ছিল ১১টি চার।
মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচেও স্কটিশদের পেয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের করা ২৫১ রান বাংলাদেশ সহজেই টপকেছিল।