চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা ভবন থেকে পুলিশের বাইক চুরির অভিযোগে মনির হোসেন নামে আরেক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোটরসাইকেলটি। গত ১৩ এপ্রিল এ ঘটনা ঘটে। তবে নগর পুলিশ বিষয়টি জানায় বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে।
মনির আরেক সহকর্মীর এটিএম কার্ড থেকে ২ লাখ লোপাট করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। মনির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাধবদীতে।
ভুক্তভোগী চান্দগাঁও থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল নুরুল আজিম অভিযোগ করেন, তার মালিকানাধীন একটি কালো রঙের সুজুকি ভিথ্রি মোটরসাইকেল যার আনুমানিক মূল্য দুই লাখ পঁচিশ হাজার টাকা, ১২ এপ্রিল রাত ৯টা ৫৫ মিনিটে থানা কম্পাউন্ডের হোয়াইট হলের সামনে তালাবদ্ধ অবস্থায় রেখে রাত্রিকালীন ডিউটিতে যান। ১৩ এপ্রিল রাত ৮টা ৪০ মিনিটে থানায় ফিরে তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি আর সেখানে নেই।
সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তিনি দেখতে পান চান্দগাঁও থানায় ড্রাইভার হিসেবে কর্মরত নায়েক মনির হোসেন (৩২) থানা কম্পাউন্ডের পশ্চিম পাশের পকেট গেটের লক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং মোটরসাইকেলটি স্টার্ট দিয়ে নিয়ে যান।
এছাড়া তদন্তে বেরিয়ে আসে ওই নায়েক একই ব্যারাকে পাশাপাশি বিছানায় থাকা কনস্টেবল মুহাম্মদ অহিদুজ্জামানের কমিউনিটি ব্যাংকের এটিএম ডেবিট কার্ড চুরি করে এবং কৌশলে পাসওয়ার্ড জেনে ৯ এপ্রিল আন্দরকিল্লার কমিউনিটি ব্যাংকের বুথ থেকে ১ লাখ টাকা এবং ১১ এপ্রিল দামপাড়া পুলিশ লাইনের এটিএম বুথ থেকে আরও ১ লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা উত্তোলন করেন।
এই ঘটনায় বাদি চান্দগাঁও থানায় একটি লিখিত এজাহার দাখিল করার পর চান্দগাঁও থানায় বুধবার রাতে মামলা দায়ের করেন। অভিযুক্ত নায়েক মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।