শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৩১ রান, হাতে ৭ উইকেট। এই রানটাই করতে পারলো না শাইনপুকুর। ১৯ রান আগেই অলআউট হয়ে গিয়ে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যেতে হলো। আর ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে শীর্ষ পর্যায়ে টিকে থাকার পথ প্রশস্ত করে নিয়েছে পারটেক্স। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে রেলিগেশন লিগের ম্যাচে ১৯ রানে জয় পেয়েছে তারা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবের জয়ের নায়ক রুবেল মিয়া। তার সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৭ উইকেটে বোর্ডে ২৬৪ রান তোলে ক্লাবটি। রুবেলের ১২০ বলের ইনিংসটিতে ছিল ৮ চার ও ২ ছক্কা। তৃতীয় উইকেটে মোহাম্মদ রাকিবের সঙ্গে গড়েন ১২২ রানের জুটি। এছাড়া রাকিব ৪৭ ও আহরার আমিন ৩৭ রান করেন।
জবাবে টপ অর্ডারদের দৃঢ়তায় জয়ের পথেই ছিল শাইনপুকুর। রায়ান রাফসানের ৫৯, শাহরিয়ার সাকিবের ৪৯ ও মইনুল তন্ময়ের ৪৫ রানে ভর করে ৪৫ ওভারেই ২৩৪ রান হয়ে যায়। বিপত্তি বাধে এর পর। ৪৬, ৪৭ ও ৪৯তম ওভারে জোড়া উইকেট হারায়া। ৮ রানের মধ্যে শেষ ৬ উইকেট খুইয়ে ৭ বল বাকি থাকতে ২৪৫ রানে অলআউট হয় ক্লাবটি। ৩টি করে উইকেট শিকার করেন আলাউদ্দিন বাবু ও ই্য়াসিন মুনতাসির।
এতে ডিপিএল থেকে প্রথম বিভাগে নেমে যাওয়া নিশ্চিত হয়ে গেল শাইনপুকুরের। ৮ পয়েন্ট নিয়ে পারটেক্স বেশ নিরাপদেই রয়েছে। ৫ পয়েন্ট নিয়ে তাদের চোখ রাঙাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন।