মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিজয়নগরের সেই ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ এএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় গত বুধবার ‘বিজয়নগর থানার ওসির বিরুদ্ধে যত অভিযোগ’ এই শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর সেই ওসিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তারই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলামকে বিজয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।

শনিবার রাতে জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেছেন। বিজয়নগর থানার ওসি (তদন্ত) অমিতাভ দাস তালুকদার ওসি মো. রওশন আলীর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। তিনি সাধারণ মামলার ভয় দেখিয়ে গ্রেপ্তার করে টাকা আদায়, সংঘর্ষে আহতদের মামলা না নেওয়া এবং ফসলি জমি কাটায় জব্দকৃত ট্রাক্টর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত