সিলেট টেস্টে চরম ব্যর্থ হলেন মুশফিকুর রহিম। দলের প্রয়োজনে তো হাল ধরতে পারলেনই না, বরং দুই ইনিংসেই আউট হলেন মাত্র ৪ রান করে। চা বিরতির আগমুহূর্তে ব্লেসিং মুজারাবানির করা ৪১.৪ ওভারে তিনি প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। ৪ উইকেটে ১৫৫ রান তুলে চা বিরতিতে যায় স্বাগতিকরা।
প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে মাত্র ১৯১ রান করা বাংলাদেশের হয়ে ৪ রান করেছিলেন মুশফিক। সেবার তাকে আউট করেছিলেন ওয়েলিংটন মাসাকাদজা। ওই ইনিংসে ১৮ বল খেলা মুশফিক আজ ম্যাচে তৃতীয় দিনে খেলেছেন ২০ বল। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে দুই বল বেশি ক্রিজে ছিলেন একসময়ের ‘মি. ডিপেন্ডেবল’। টেস্টে সর্বশেষ ১২ ইনিংসে এভারেজ ১২, সর্বোচ্চ ৩৭
মুশফিকের আগে ফিফটির দ্বারপ্রান্ত থেকে ফিরেছেন মুমিনুল হক। ৮৪ বলে ৪৭ রান করে ভিক্তর নিয়াউচির বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৪৪ রানে। বাংলাদেশ এখন পর্যন্ত ৭৩ রানের লিড নিয়েছে।