ময়মনসিংহ রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংস-আবাহনী ফেডারেশন কাপ ফাইনাল শেষ হতে পারেনি। আলোর স্বল্পতার জন্য অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর খেলাটি স্থগিত করা হয়েছে।
খেলার ৬ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে যায় গোল করে। কয়েক মিনিট পরই সমতায় ফেরায় আবাহনী। বিরতির পর খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যে ঝড়-বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ঘণ্টা খানেক পর আবার খেলা শুরু হলে বৃষ্টির পানিতে স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোনো দলই। গোল হয়নি।
অতিরিক্ত সময়ে গড়ায় খেলায়। ১২ মিনিটের মাথায় ফাউল করে লালকার্ড দেখেন বসুন্ধরার ফয়সাল হোসেন ফাহিম।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর রেফারি খেলা আর শুরু করেননি। বেশ কিছুক্ষণ ম্যাচ কমিশনার ও বাফুফের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। সে সময় আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে দেখা যায় তাদের সঙ্গে বিতর্কে জড়াতে। একটা সময় মেজাজও হারান। তবে পরে রেফারি সহকারীদের নিয়ে মাঠ ছেড়ে যান। এ সময় স্টেডিয়ামের মাইকে ম্যাচ স্থগিতের ঘোষণা আসে। ম্যাচের বাকি সময় খেলার দিনক্ষণ পরে বাফুফে জানাবে।