মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রাজশাহীতে প্রকাশ্যে রাস্তায় অশালীন অঙ্গভঙ্গি, ২ বখাটে গ্রেপ্তার

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম

রাজশাহী নগরীতে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই অভিযুক্ত বখাটেদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। ইতিমধ্যে চার যুবককে চিহ্নিত করে তাদের ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেছে মহানগর পুলিশ।

এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে জুবায়ের হোসেন রাকিব (১৯) ও সবুজ (২০) নামে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। রাকিবের বাড়ি নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকায়। আর সবুজের বাড়ি নগরীর মহিষবাথান এলাকায়। 

এর আগে বুধবার বিকালের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উত্যক্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 

ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এবং সেই দৃশ্যটি তাদের পরিচিত একজন মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে সে ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 

বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে এলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। সেইসঙ্গে আসামিদের নাম ও ঠিকানা চেয়ে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়।

এরপর বুধবার রাতেই বখাটেদের ধরতে রাজশাহী মহানগর পুলিশের একাধিক দল মাঠে নামে। তাদের পরিচয় নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চার বখাটেরে ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে অনুরোধ জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে জুবায়ের হোসেন রাকিব ও সবুজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ভিডিও ক্লিপটি দেখার পরই পুলিশ এ নিয়ে কাজ শুরু করেছে। বখাটেদের গ্রেপ্তারের পাশাপাশি সামজিকভাবেও প্রতিহত করার উদ্দেশ্যেই পুলিশ তাদের ছবি প্রকাশ করেছে। এরই মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে। দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে।  

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয় নিন্দার ঝড়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত