বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

শাহরিয়ার ও জ্যাকবের নামে মামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:০৫ এএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক পরিবেশ উপমন্ত্রী জ্যাকবের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

ডিএসসিসির ওয়ার্ড সচিব ঘুষের টাকাসহ গ্রেপ্তার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি বিশেষ টিম ঘুষের ১০ হাজার টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

তন্ময়সহ শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা : খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তার ভাই শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

হারুন ও জিয়াউল আহসানের প্লট জব্দের আদেশ : ন্যাশনাল  টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়ি ও ৯৯ দশমিক ৯৩ বিঘা জমি জব্দ, এ ছাড়া, তার ৯টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে, ঢাকা মহানগর  গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নামে রাজধানীর উত্তরায় থাকা ফ্ল্যাট ও মোট ১৮ কাঠার তিনটি প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এসব আদেশ  দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত