সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

অ্যানফিল্ডে ইতিহাস গড়ার হাতছানি, লিভারপুলের সামনে ‘বড় দায়িত্ব’

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

অ্যনফিল্ড যেন প্রস্তুত হয়ে আছে আরেকটি ইতিহাসের সাক্ষী হতে। রবিবার টটেনহ্যামের বিপক্ষে একটি মাত্র পয়েন্ট পেলেই ২০তম শীর্ষ লিগ শিরোপা নিশ্চিত হবে লিভারপুলের। আর্সেনালের ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্রয়ের পর এমন সমীকরণে দাঁড়িয়ে অলরেডরা।

লিভারপুল বস আর্নে স্লট জানালেন, এই ম্যাচকে ঘিরে দলটির ওপর রয়েছে ‘বড় দায়িত্ব’। তিনি বলেন, 'প্রথমত, এটা একটা বড় দায়িত্ব। কারণ আমরা জানি, সর্বশেষ যখন এই ক্লাব লিগ শিরোপা জিতেছিল তখন করোনার সময় ছিল, দর্শকশূন্য স্টেডিয়ামে আমাদের শিরোপা উল্লাস করতে হয়েছিল। এবার পরিস্থিতি ভিন্ন। সবাই রোববারের দিকে তাকিয়ে আছে। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। অন্তত এক পয়েন্ট নিশ্চিত করতেই হবে।'

২০১৯-২০ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের অধীনে ৩০ বছর পর শীর্ষ লিগ জিতেছিল লিভারপুল। তবে করোনা পরিস্থিতির কারণে সেই আনন্দ ভাগাভাগি হয়নি সমর্থকদের সঙ্গে। স্লটের শিষ্যদের সামনে এবার সেই অতৃপ্তি মেটানোর সুবর্ণ সুযোগ।

অ্যনফিল্ডে লিভারপুলের রেকর্ডও বলছে তাদের এগিয়ে থাকার গল্প। চলতি লিগে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করে ঘরের মাঠে সেরা দল তারা। মৌসুমে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে হেরেছে অলরেডরা, যার একটিই অ্যনফিল্ডে। অন্যদিকে ২০১১ সালের পর এই মাঠে জয় পায়নি টটেনহ্যাম।

রোববারের ম্যাচ নিয়ে স্লট আরও বলেন, 'আমরা জানি আমাদের সমর্থকরা সেরা সমর্থন দিয়ে আসছে পুরো মৌসুমজুড়ে। আশা করি, রোববারও তারা সেটা অব্যাহত রাখবে। আমাদেরও ভুলে গেলে চলবে না—একটি পয়েন্ট এখনো প্রয়োজন।'

ডাচ ক্লাব ফেয়েনউর্ডকে লিগ শিরোপা জেতানোর অভিজ্ঞতা আছে স্লটের। লিভারপুলে এটি তার প্রথম মৌসুম। এখনই ১২ পয়েন্টে এগিয়ে আছেন দ্বিতীয়স্থানে থাকা আর্সেনালের চেয়ে। অনেকে বলছেন, এবারের প্রিমিয়ার লিগ অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়। তবে স্লটের চোখে বিষয়টি ভিন্ন।

'আমি তো মাত্র একটি মৌসুম কাটালাম এখানে। তবে যেটুকু দেখলাম, তা থেকে বলব—এটা খুবই কঠিন লিগ। আগে ধারণা করা যেত কোন চারটি দল শীর্ষে থাকবে। এখন আর তেমন নয়। প্রতিটি ম্যাচেই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।'

স্লট যোগ করেন, 'যদি বলেন আগে বড় দলগুলো সহজে তিন-চার গোলের ব্যবধানে জিতত, তাহলে এখন সেটা আর হয় না। হয়ত আগে বড় দলগুলো ভালো ছিল, বা এখন ছোট দলগুলো বেশি খরচ করতে পারছে, এমনকি বড় দলগুলোর চেয়েও বেশি।'

অ্যনফিল্ড প্রস্তুত। সমর্থকেরা প্রস্তুত। এখন লিভারপুলের অপেক্ষা শুধুই এক পয়েন্টের। তবে সেটুকু আনতে হলেও পাস দিতে হবে আরেকটি কঠিন পরীক্ষায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত