রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা এল ক্ল্যাসিকোতে বিতর্ক হওয়াটাই যেন খুব স্বাভাবিক। শনিবার রাতে কোপা দেল রের ফাইনালেও এর ব্যতিক্রম হয়নি। বার্সেলোনা ম্যাচটি ৩-২ গোলে জিতে নিয়েছে। অন্যদিকে ম্যাচের শেষদিকে রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, যাদের অন্যতম আন্তনিও রুডিগার। তার বিরুদ্ধে রেফারিকে আঘাত করার মারাত্মক অভিযোগ উঠেছে।
লা কারতুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১২৩ মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটা ফ্রি কিক না পাওয়ায় বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার দিকে তেড়ে যাচ্ছিলেন রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার। স্প্যানিশ মিডিয়ার দাবি, সেই সময় রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারা হয়। আর সেই বস্তুটা ছিল খেলোয়াড়দের জন্য আইসবক্সে রাখা বরফ। আর সেই বরফ নাকি ছুড়ে মেরেছিলেন স্বয়ং রুডিগার!
বরফ কাণ্ডের পর ডাগ-আউট থেকে রুডিগার মাঠের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করলে অন্তত পাঁচজন মিলে ধস্তাধস্তি করে তাকে আটকান। বাজে আচরণের জন্য রুডিগারকে লাল কার্ড দেখান রেফারি। এরপরও রুডিগারের রাগ কমেনি। তিনি আরও উত্তেজিত হয়ে রেফারিকে কিছু বলতে থাকেন। শেষ পর্যন্ত রিয়ালের গোলকিপিং কোচ লুইস ইয়োপিস ও গোলকিপার আন্দ্রেই লুনিন তাকে মাঠের বাইরে নিয়ে যান।
কয়েক দিন আগে থেকেই ফাইনালের দুই রেফারিকে নিয়ে আপত্তি জানিয়ে আসছিল রিয়াল মাদ্রিদ। এরপর রেফারিরা সংবাদ সম্মেলনে সেটার প্রতিবাদ করেছেন, কেঁদেছেন! অনেকে বলছেন, রুডিগারের আচরণে বোঝা যায় রিয়ালের প্রধান শত্রুই যেন রেফারি। রুডিগারের বাজে আচরণের কথা নিজের রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করেছেন রেফারি। নিয়মানুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে কমিটি চাইলে সেটা আরও বেশি হতে পারে।