বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক গণসংহতি ও জেএসডির

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ এএম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে পৃথক বৈঠকে গণসংহতি আন্দোলন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা উত্থাপন করেছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ঐকমত্যভিত্তিক সংস্কার নথিবদ্ধ করে ‘জুলাই চার্টার’ ঘোষণার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। অন্যদিকে, জাতীয় ঐক্যের ভিত্তিতে ‘জাতীয় সনদ’ এবং নির্বাচনের সমন্বিত রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছে জেএসডি।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত পৃথক বৈঠকে এ দাবিগুলো উঠে আসে।

দুই দলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গত ৫৩ বছরে এমন এক শাসনব্যবস্থা গড়ে উঠেছে যা ফ্যাসিবাদী প্রবণতা জন্ম দিতে পারে। এই শাসন কাঠামোর পরিবর্তন জরুরি।’

জুলাইয়ের মধ্যে ঐকমত্যভিত্তিক ‘চার্টার’ চান জোনায়েদ সাকি : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। জোনায়েদ সাকি বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক দল ও অংশীজনদের আলোচনায় যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো ১৫ জুলাইয়ের মধ্যে নথিবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলু, হাসান মারুফ রুমীসহ সম্পাদকমণ্ডলীর নেতারা।

জাতীয় সনদ ও নির্বাচন রোডম্যাপের দাবি জেএসডির : একই দিনে অনুষ্ঠিত বৈঠকে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন জানান, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দেশের রাষ্ট্রীয় রাজনীতিতে মৌলিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের মালিকানাসম্পন্ন একটি ‘প্রজাতন্ত্র’ গড়ে তুলতে হবে। জেএসডি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২১টিতে সমর্থন জানিয়েছে, ১৭টিতে ভিন্নমত এবং ২৮টিতে আংশিক ঐকমত্য প্রকাশ করেছে।

প্রতিনিধিদলে আরও ছিলেন তানিয়া রব, ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবিরসহ অন্য নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত