গাজীপুরের বাসন থানা এলাকায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন, এর মধ্যে সিমা (৩০) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল এবং তাকে রাতেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।
এ ঘটনায় গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সিমা ছাড়াও আরও চারজন দগ্ধ হন- তারা হলেন—পারভিন (৩৫), তাসলিমা (৩০), তানজিলা (১০) এবং আইয়ান (১.৫)।
এ বিষয়ে প্রতিবেশী রোমান জানান, গতকাল সন্ধ্যায় বাসাটিতে রান্না করছিলেন পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং এতে তারা পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের ঢাকা নিয়ে আসা হয়।