মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অপরাধে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর বাজারের মধুর মিষ্টান্ন ভাণ্ডারকে সমুদয় জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আব্দুল্লাহপুর বাজারের বিভিন্ন মিষ্টি ও মুদি দোকান মনিটরিং করেন। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা, উৎপাদিত মিষ্টি উন্মুক্ত ভাবে সংরক্ষণ, দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মধুর মিষ্টান্ন ভাণ্ডার নামে একটি মিষ্টির দোকানকে জরিমানা করেন।