মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আশুলিয়ায় ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫৪ এএম
আশুলিয়ায় ব্রিজের নিচের ডোবা থেকে মজিদ (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার জোড়া ব্রিজের নিচের খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত মজিদ (৪৮) সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার কাজিপুর গ্রামের মনছেরের ছেলে।
 
পুলিশ জানায়, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সে বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় পাগল ভেসে ঘুরতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রিজ থেকে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে।
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকালে জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯-এ কল করে লাশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত