মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

টিকিটের দাম কমানোর দাবিতে গার্দিওলাকে সমর্থকদের চিঠি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পিএম

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার দিনকাল ভালো যাচ্ছে না। মাঠের খেলায় দল ভালো করছে না।  টানা চারবার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানো কোচকে তাই ব্যাঙ্গ-বিদ্রূপ সইতে হচ্ছে। এর মাঝেই গার্দিওলার কাছে চিঠি লিখে নতুন দাবি জানিয়েছেন দলটির সমর্থকেরা। তাদের দাবি, ইতিহাদে টিকিটের দাম কমাতে গার্দিওলা যেন মালিকপক্ষের সঙ্গে কথা বলেন!

নটিংহাম ফরেস্টকে হারিয়ে সিটি এফএ কাপের ফাইনালে ওঠার পর ১৮৯৪, এমসিএফসি ফুড ব্যাংক সাপোর্ট, সলিড সিটিজেন্স ও ট্রেড ইউনিয়ন ব্লুজ নামের কয়েকটি সিটি সমর্থক গোষ্ঠী গার্দিওলাকে এই চিঠি পাঠায়। চিঠিতে লেখা আছে, ‘পেপ, আরেকবার আমাদের ওয়েম্বলির ফাইনালে নিয়ে যাওয়ায় অভিনন্দন। ফরেস্ট ম্যাচের আগে আপনি বলেছেন, সমর্থকেরা অর্থনৈতিকভাবে চাপে আছে। আপনি যে সমস্যাটা বুঝতে পেরেছেন ও সমর্থকগোষ্ঠীকে হাত-পা গুটিয়ে বসে না থেকে সরব হতে বলেছেন, সে কারণে আমরা আপ্লুত।’

চিঠিতে আরও লেখা আছে, ‘এটা মনে রেখেই আমরা আপনাকে আর একটা উপকার করে দেওয়ার অনুরোধ করব। ক্লাবে আপনার সুহৃদরা অনেক ভালোকিছু করেছেন। আপনি কি দয়া করে তাঁদের আরেকটি ভালো কাজ করতে বলতে পারেন? আপনি কি আপনার প্রিয় বন্ধু ক্লাবের প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর সঙ্গে এ নিয়ে কথা বলবেন? আগামী মৌসুমে স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা আট হাজার বাড়ছে।’

সমর্থকেরা দাবি জানিয়েছেন, ‘সমর্থকদের চাওয়া ক্লাব যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরের ঐতিহ্যের খাতিরে কিছু সিজন টিকিটের ব্যবস্থা করে। আপনার মতো আমাদেরও চাওয়া শক্তিশালী একটি ক্লাব, যে ক্লাবের স্টেডিয়াম দর্শকের চিৎকারে গমগম করতে থাকবে। উত্তর গ্যালারির সংস্কারকাজ সেই সুযোগ বাড়িয়ে দিয়েছে। ক্লাব যদি নতুন করে না ভাবে, তবে আপনি যে পরিবেশ চান, সেটি পাবেন না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত