শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

রোকসানা বেগম বাঁচতে চান 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম

গাজীপুর হারিনাল বড়গ্রামের বাসিন্দা রোকসানা বেগম (৫৫) জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি ডা. সাইদ রহমান ও ডা. ইউছা আনসারের কাছে চিকিৎসাধীন আছেন। 

ডাক্তার জানিয়েছেন, রোকসানা বেগমের কিডনি নষ্ট। এই মুহূর্তে তার একটি কিডনি বদলাতে হবে। তার পরিবারের পক্ষে এই চিকিৎসা ব্যয় চালানো সম্ভব না।

তাই সমাজের বৃত্তবানদের কাছে রোকসানা বেগমের পরিবার সাহায্য চেয়েছে। হয়তো সমাজের মানবিক কিছু মানুষের দানে বেঁচে যাবেন রোকসানা বেগম। 

সাহায্য পাঠানোর ঠিকানা
আব্দুর রাজ্জাক
পূবালী ব্যাংক, জয়দেবপুর শাখা।
অ্যাকাউন্ট নম্বরঃ ০৯১০১০১১৮১৬৭৬
বিকাশঃ ০১৮৬২-২২৩৩৪৯ (পার্সোনাল)

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত