শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ; দেখে নিন সূচি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সময়ই শোনা গিয়েছিল, সাদা বলের আরেকটি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে আজ বুধবার পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আগামী মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সিরিজে মূলতঃ তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল। তবে আগামী বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় দুই বোর্ডর সম্মতিতে ওয়ানডে সিরিজের বদলে বাড়তি দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত করা হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সলাবাদ এবং লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে।

ফয়সলাবাদের ইকবাল স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ বছর পর। ১৯৭৮ থেকে ২০০৮ সালের মধ্যে ২৪টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে হয়েছিল এই মাঠে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ২০০৮ সালের এপ্রিলে, সেটাও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। তারপর ফয়সলাবাদেই শুরু করবে অনুশীলন।

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি:

তারিখ

ম্যাচ

 ভেন্যু

২৫ মে

প্রথম টি-টোয়েন্টি

ইকবাল স্টেডিয়াম, ফয়সলাবাদ

২৭ মে

দ্বিতীয় টি-টোয়েন্টি

ইকবাল স্টেডিয়াম, ফয়সলাবাদ

৩০ মে

তৃতীয় টি-টোয়েন্টি

গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

১ জুন

চতুর্থ টি-টোয়েন্টি

গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

২ জুন

পঞ্চম টি-টোয়েন্টি

গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত